১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

‎লালমনিরহাটে জমাজমি নিয়ে বিরোধ-প্রতিপক্ষকে ফাঁসাতে গভীর রাতে নাটক!!

8 hours ago
21


খাজা রাশেদ,লালমনিরহাট:

লালমনিরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে গভীর রাতে মারধরের নাটকের অভিযোগ উঠছে। এছাড়াও ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠছে স্থানীয় ইউপি সদস্য শাহাবুলের বিরুদ্ধে।

অভিযোগ সুত্রে জানা যায়,সম্প্রতি লালমনিরহাট সদর উপজেলার, মহেন্দ্রনগর ইউনিয়নের গবাই গ্রামের মৃত আব্দুস সোবহান মন্ডলের ছেলে, মানিক শাহ আলম (৫০) কিছু জমি ক্রয় করেন। সেইসব জমিজমার দখল বুঝে নিতে গেলে সেখানে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দখলে বাঁধা দেন প্রতিপক্ষ। এ ঘটনায় সদর থানায় গত ২৪ জুলাই/২৫ একটি মামলাও দায়ের হয়েছে।উক্ত মামলার আসামি মোঃ শাহিনুর (৩২) গত ২৪ জুলাই বেলা ১১ টার দিকে একই এলাকার অন্যান্য আসামিরা মোঃ মিঠুল মিয়া (৪৬) রফিকুল ইসলাম (৩৮) নুর ইসলাম, সিরাজুল ইসলাম সহ ওই জমিতে ধানের চারা রোপণ করতে থাকেন। এতে বাধা দিলে মামলার আসামিরা মানিকের ভাই আসাদুল হক (৪৫) কে মারধর করে এবং মামলার ১ নং সাক্ষীর হাতের ১টি আঙুল ধারালো অস্ত্রে গুরুতর আঘাত প্রাপ্ত হয়।৷ এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় অভিযোগ দায়ের করলে, অভিযোগটি আমলে নেয় থানা পুলিশ। পরে দীর্ঘ তদন্ত শেষে মামলা দায়ের করে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন লালমনিরহাট সদর থানা পুলিশ।

এদিকে মামলার বাদী মানিককে ফাঁসাতে গত ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩ টার দিকে, কে বা কারা মামলার এক নম্বর আসামি শাহিনুরকে হাত-পা বেঁধে রেখে যায়। এই রাতে মামলার বাদি মানিক তার শ্বশুরালয় হাতীবান্ধায় অবস্থান করছিলেন বলে জানান।

স্থানীয়রা বলেন, ঘটনাস্থলে এমন ঘটনা ঘটলে অবশ্যই আশপাশের বাড়ির লোকজন বিষয়টি অবগত থাকতেন।

এলাকাবাসী বলছেন হাত-পা বাঁধা অবস্থায় শাহিনুরকে মানিকের বাড়ির সামন থেকে উদ্ধার করা হয়েছে তার কাঁধের কাছে একটু যখম ছিলো। এ সংক্রান্তে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মানিক শাহ আলম।

এদিকে একই ঘটনার জের ধরে গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার মহেন্দ্রনগর ইন্দ্রারপাড় বাজার থেকে মহেন্দ্রনগর যাওয়ার পথে উঁচু ব্রিজ এলাকায় মহেন্দ্রনগর ইউনিয়নের ইউপি সদস্য শাহাবুল হক ও তার সহযোগীরা মিলে মামলার বাদী মানিকের নিকট ৩ লাখ টাকা চাঁদা দাবি এবং মানিকের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে দাবি ভুক্তভোগী মানিক মিয়ার। মানিক শাহ আলম আরো বলেন, টাকা দিয়ে জমি কিনে বড়ো বিপদে পড়েছি। আমার ও পরিবারের ক্ষতি করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সরকারের বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ দিয়েছি। সবকিছু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।

এ বিষয়ে ইউপি সদস্য শাহাবুল হক বলেন, "রাস্তায় দার করিয়ে আমি তার কাছে চাঁদা চাইলাম, হুমকি দিলাম, রাস্তার কোনো মানুষ দেখলেন না? আমার বিরুদ্ধে যে জিডি দায়ের করা হয়েছে তাতে কোন সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি আরো বলেন, সে আমার নামে মিথ্যা অভিযোগ দিয়েছে আমার ও এলাকার সুনাম ক্ষুন্ন করেছেন। আমি অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব "।

দুই গ্রুপের পাল্টাপাল্টি অভিযোগের সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, অভিযোগ দুটি আমলে নিয়ে নিয়মিত মামলা রুজু করা হয়েছে, যা আদালতে বিচারাধীন। জিডির বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, সেটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth