১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

জলঢাকায় গণশুনানি অনুষ্ঠিত

8 hours ago
21


জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবার মান্নোয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ত (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলাম, খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাব্লুভি মোশরেফা আকতার ও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম প্রমুখ। গণশুনানিতে স্বাগত বক্তব্য ও উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আজাদ। এসময় তিনি জনগণের সাথে জনপ্রতি ও সেবাদানকারী কর্মকর্তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ। কানাডিয়ার হাই কমিশন ও সুইজারল্যান্ড-  দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে গণশুনানিতে স্থানীয় পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth