রাণীশংকৈলে শ্মশান ঘাটের উপর দোকান নির্মাণ প্রতিবাদে বিক্ষোভ
রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সার্বজনীন শ্মশানঘাট এর উপরে গড়ে উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদ এর সামনে চারটি গ্রামের প্রায় হাজারো জনতার উপস্থিতিতে বিক্ষোভ শেষে ২ ঘন্টাব্যাপী মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
নানা রকম স্লোগান শেষে মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের হিন্দু সম্প্রদায়ের শ্মশানঘাটের উপর রাস্তা সংলগ্ন জোরপূর্বক অবৈধভাবে দোকানপাট নির্মাণের জন্য বাঁশের খুটি ও পিলার দিয়ে দখলের চেষ্টা করে।
তারা আরও বলেন,উক্ত শ্মশানঘাটে দোকানপাট নির্মাণ হলে শ্মশান ঘাটটি বিলীন হওয়াসহ লাশ দাফনে খুবই সমস্যার সৃষ্টি দেখা দিবে। তাই ভবিষ্যতে আমাদের হিন্দু সম্প্রদায়ে লাশ দাফনে কোন প্রকার ব্যাঘাত সৃষ্টি না হয় তার আইনগতভাবে সুরক্ষা দেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টিকামনা করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, বারঘড়িয়া হাতিয়া সার্বজনীনশ্মশান ঘাট সভাপতি অচিন্ত কুমার রায়,সম্পাদক নবদ্বীপ কুমার রায়, এলাকাবাসী সবুজ চন্দ্র প্রমুখ। বিক্ষোভ ও মানববন্ধন শেষে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।