১১ কার্তিক, ১৪৩২ - ২৭ অক্টোবর, ২০২৫ - 27 October, 2025

মহানগরীর ২০নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠন

8 hours ago
22


সভাপতি-আশিক, সম্পাদক শোভন

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগর যুবদলের আওতাধীন ৩৩টি ওয়ার্ডে কমিটি গঠন করেছে দলটি। গত শনিবার রাতে নগরীর ২০ নং ওয়ার্ড নিউ ইঞ্জিনিয়ার পাড়ায় দ্বি-বার্ষিক সম্মেলনের মাধ্য দিয়ে শেষ হয়েছে ৩৩টি ওয়ার্ডের কমিটি গঠন। নগরীর ২০ নং ওয়ার্ডের কমিটিতে সভাপতি সাব্বির হায়দার আশিক, সিনিয়র সহ নভাপতি ফজলু মিয়া, সাধারণ সম্পাদক শোভন হোসেন, সাংগঠনিক সম্পাদক মাফতাহুল ইসলাম সজল, সহ সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন অন্তু।

এসময় প্রধান অতিথির বক্তব্য দেন- রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। প্রধান বক্তা ছিলেন রংপুর মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ প্রমুখ।

২০ নং ওয়ার্ডের কমিটিতে সভাপতি সাব্বির হায়দার আশিক বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী ও বেগবান করতে আমাদের এই কমিটি কাজ করবে।

মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল ইসলাম রাবুর ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তারেক দায়িত্ব পালন করেন। সম্মেলন শেষে সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth