বেরোবিতে রূপালী ব্যাংকের গৃহনির্মাণ ঋণ বিতরণের উদ্বোধন
বেরোবি প্রতিনিধি:
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) রূপালী ব্যাংক পিএলসি-এর কর্পোরেট গ্যারান্টির মাধ্যমে হোলসেল সাধারণ গৃহনির্মাণ (আবাসিক) ঋণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে ঋণের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, “রূপালী ব্যাংকের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। নিজস্ব আবাসন গড়ে তোলার স্বপ্ন পূরণে এই ঋণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় পরিবারকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্থিতিশীল করার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “বেরোবির প্রশাসন সবসময় কর্মচারীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। রূপালী ব্যাংকের এই অংশীদারিত্ব বিশ্ববিদ্যালয় ও ব্যাংক উভয়ের জন্যই একটি সফল উদাহরণ হবে।”
উল্লেখ্য, রূপালী ব্যাংকের উদ্যোগে প্রথম ধাপে আজ ১২ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। ধাপে ধাপে আরও অনেক শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্জামান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রূপালী ব্যাংক রংপুর জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক ও জোনাল ম্যানেজার মোঃ আব্দুল মোতালেব হোসেন প্রামানিকসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।