২১ কার্তিক, ১৪৩২ - ০৫ নভেম্বর, ২০২৫ - 05 November, 2025

গাইবান্ধায় দুর্বৃত্তের হামলায় গরু ব্যবসায়ী খুন ‎

2 hours ago
9


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ঝাঞ্জাই ডাকুমারী গ্রামে দুর্বৃত্তদের হামলায় খোকা মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। নিহত খোকা মিয়া ওই গ্রামের মো. রশিদ সরকারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে গ্রামের লোকজন হঠাৎ গুলির মতো এক বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তারা খোকা মিয়ার নিথর দেহ বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের পরিবার জানায়, রাত প্রায় চারটার দিকে চার-পাঁচজন অজ্ঞাত ব্যক্তি খোকা মিয়ার বাড়িতে এসে তাকে ডেকে বলেন, “এখানে মাছ ধরা যাবে কি না।” ঘুম থেকে উঠে দরজার সামনে আসার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ শোনা যায়। তখন বাইরে এসে স্ত্রী দেখেন, খোকা মিয়া মাটিতে লুটিয়ে আছেন এবং নড়াচড়া করছেন না।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, নিহত খোকা মিয়ার মাথায় ভারী কোনো বস্তর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে কোনো গুলিবর্ষণের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুলাল মাঝি (৪৫) নামে একজনকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও অন্যান্য জড়িতদের শনাক্ত করা সম্ভব হবে।

এদিকে হত্যাকাণ্ডে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের  প্রস্তুতি চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth