৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৮ নভেম্বর, ২০২৫ - 18 November, 2025

আগাম শীতের প্রকোপ, ঠান্ডা জনিত রোগে বিপাকে শিশু ও বয়স্করা

15 hours ago
31


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে আগাম শীতের প্রভাবে ঠান্ডাজনিত রোগ বাড়তে শুরু করেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু ও বয়স্করা। আবহাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে যাওয়ায় জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে চিকিৎসা নিয়েছেন ৪৪ জন রোগী। এর মধ্যে বেশির ভাগই শিশু। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দুই শতাধিক রোগী চিকিৎসা নিতে আসছেন। শুধু ১৭ নভেম্বর আইএমসিআই কর্নার থেকে পাঁচ বছরের কম বয়সী প্রায় ৩৫ শিশু ঠান্ডাজনিত সমস্যার সেবা নিয়েছে।

সরেজমিন হাসপাতালের বহ্নিবিভাগ ঘুরে দেখা গেছে, ঠান্ডা জনিত সমস্যা নিয়ে শতাধিক রোগী ভির করছেন। এদের অনেকে জানান, শীতের আগাম প্রকোপে শিশুদের মধ্যে শ্বাসকষ্ট, জ্বর ও নিউমোনিয়ার লক্ষণ বেশি দেখা যাচ্ছে। অনেক বয়স্ক রোগীরও পূর্বের হাঁপানি ও এজমার সমস্যা বেড়ে গেছে।

হাসপাতালে চিকিৎসাধীন শিশু নুর মোস্তফার মা নারগিস বেগম বলেন,‘হঠাৎ ছেলের জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। ঠান্ডা লাগার কারণে সমস্যা বাড়ছে। দুই দিন ধরে হাসপাতালে আছি। এখন কিছুটা সুস্থ আছে।’

পাত্রখাতা থেকে আসা রোগী তাসলিমা বেগম (৫৫) জানান, এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছি। আজ হাসপাতালে এসে ডাক্তার রক্ত পরীক্ষা করাতে বলেছেন।’

চিকিৎসকরা বলছেন, ঠান্ডাজনিত রোগ প্রতিরোধে শিশুদের উষ্ণ রাখতে হবে, নাক পরিষ্কার রাখতে হবে এবং বদ্ধ ঘরে না রেখে বাতাস চলাচল করে এমন পরিবেশে রাখতে হবে। শ্বাসকষ্ট বাড়লে বা শিশুর খাওয়ায় সমস্যা হলে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তারা।

চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু রায়হান বলেন,‘এ সময় ঠান্ডাজনিত রোগী বাড়ছে। বিশেষ করে নবজাতক, শিশু এবং যাদের এজমা আছে তারা বেশি ঝুঁকিতে। তাই বাইরে গেলে গরম পোশাক পরতে হবে এবং ঠান্ডা পানি দিয়ে গোসল এড়িয়ে চলতে হবে।’

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth