৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৮ নভেম্বর, ২০২৫ - 18 November, 2025

দিনাজপুর-৪: সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে খানসামায় মৌন র‌্যালি ও মতবিনিময় সভা

14 hours ago
22


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:

"দিনাজপুর-৪ (খানসামা–চিরিরবন্দর) আসনে সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে খানসামা উপজেলায় র‌্যালি, মৌন মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় র‌্যালিটি পাকেরহাট থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌধুরী রাইস মিল চত্বরে এসে শেষ হয়, যেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। খানসামা ও চিরিরবন্দর এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতা-কর্মী এবং অঙ্গসংগঠনের নেতারা এতে অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা হাতে বিভিন্ন প্ল্যাকাড ধারণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন। তাদের মূল দাবি ছিল— “মনোনয়ন বাতিল করো”, “যোগ্য প্রার্থী বাছাই করো”, “মনোনয়ন পরিবর্তন হলে ধানের শীষের বিজয় হবে” এবং “মনোনয়ন বদলাও, বিএনপি বাঁচাও”।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আব্দুল হালিম এবং অবসরপ্রাপ্ত কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী। বক্তারা বলেন, সম্ভাব্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রাখা অত্যাবশ্যক। তারা অভিযোগ করেন, পারিবারিক প্রভাব বা স্বজনপ্রীতির কারণে প্রার্থী নির্বাচন করলে দলের জনপ্রিয়তা ক্ষুণ্ণ হয় এবং জনগণের আস্থা কমে।

বক্তারা আরও বলেন, আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে জনমতের সঙ্গে মিল রেখে উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। দীর্ঘদিন ধরে দল ও জনগণের জন্য নিবেদিতভাবে কাজ করা নেতাদের মূল্যায়ন না করে প্রার্থী নির্বাচন করা হলে তা দলে বিভাজন ও অশান্তি সৃষ্টি করতে পারে।

স্থানীয় অংশগ্রহণকারীরা জানান, তারা চাইছেন, দলীয় সিদ্ধান্ত গ্রহণে সাধারণ কর্মী ও স্থানীয় নেতাদের মতামতকে উপেক্ষা করা হবে না। তারা আশাপ্রকাশ করেন, জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রার্থী পরিবর্তন করলে ধানের শীষ প্রতীকী প্রার্থী বিজয়ী হবেন এবং আসন্ন নির্বাচনে বিএনপি শক্তিশালী অবস্থানে থাকবে।

মিছিল ও সভায় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। তারা রাস্তাঘাট প্রদক্ষিণের মাধ্যমে এবং প্ল্যাকাড প্রদর্শনের মাধ্যমে কেন্দ্রীয় নেতাদের স্পষ্ট বার্তা দিয়েছেন— বিএনপি চায় জনমতের সঙ্গে মিল রেখে উপযুক্ত প্রার্থীকে প্রার্থী করা হোক। এই কর্মসূচি স্থানীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth