৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

ঘোড়াঘাটে শিশু সুরক্ষা বিষয়ক গোলটেবিল বৈঠক

2 hours ago
14


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, জন প্রতিনিধি,ধর্মীয় নেতা ও সুধী জনদের অংশ গ্রহনে শিশু সুরক্ষা বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পালশা ইউনিয়নের গোপালপুর চার্চ অব দ্যা ন্যাজারিন ইন্টারন্যাশনাল মিশন হলরুমে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প গোপালপুর বিডি-২০২ এর আয়োজনে গোল বৈঠকে প্রকল্পের এলসিসি চেয়ারম্যান জোসনা মিঞ্জি ও সমাজকর্মী অনন্ত কর্মকারের সঞ্চালনায় শিশু রক্ষা বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত ) ঈশিতা বৈরাগী। আরও বক্তব্য রাখেন, গোপালপুর চার্চের পালক রনজিত কর্মকার,আবিরের পাড়া চার্চের পালক সন্তোষ টুডু, বেলোয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আকতার শিল্পী, গোপালপুর শহীদ রশিদ চৌধুরী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নান্নু সরকার, গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব, ভেলাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, সাবেক ইউপি সদস্য মোছাঃ মর্জিনা বেগম, ধর্মীয় নেতা মিঃ সনাতন মার্ডী প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth