৫ অগ্রহায়ণ, ১৪৩২ - ১৯ নভেম্বর, ২০২৫ - 19 November, 2025

গঙ্গাচড়ায় ঠান্ডা বাড়ার সাথে সাথে বেড়েছে গবাদি পশুর রোগ

2 hours ago
113


নির্মল রায়:

রংপুরের গঙ্গাচড়ায় ঠান্ডা বাড়ার সাথে সাথে বেড়েছে গবাদি পশুর শীতজনিত জ্বর,সর্দি,

বদহজম, নিউমোনিয়াসহ নানান রোগ।

এনিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন উপজেলা প্রাণিসম্পদ অফিস।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় জানায়, ঠান্ডা ও শীতে গবাদিপশুর জ্বর, সর্দি, বদহজম ও নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব রোগ থেকে গবাদিপশুকে রক্ষা করতে  পুরনো কাঁথাকম্বল, ছালার চট, বস্তা, পুরনো জামা এবং যার যা আছে তাই দিয়ে শীত নিবারণের চেষ্টা করতে হবে।

বুধবার সকালে ছাগল নিয়ে গঙ্গাচড়া প্রাণিসম্পদ হাসপাতালে আসা কোলকোন্দ ইউনিয়নের রফিকুল (৫০) বলেন, হঠাৎ করে ঠান্ডায় ছাগলের সর্দি ও জ্বর দেখা দিয়েছে।

তাই সুচিকিৎসার জন্য এখানে নিয়ে এসেছি।

মর্নেয়া ইউনিয়নের রবিউল ইসলাম (৩৫) জানালেন, দু' তিনদিন ধরে তার দুইটি ছাগলের জ্বর এসেছে । আরেকটি ছাগল পাতলা পায়খানা করে কাহিল। শ্বাসকষ্টও রয়েছে,ছাগল দু'টির।

এ বিষয়ে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.

মাহফুজুর রহমান বলেন, ঠান্ডা ও শীতে গবাদি পশুর শীত জনিত জ্বর, সর্দি, কাশি, ক্ষুধামন্দা, বদহজম, ডায়রিয়া, নিউমোনিয়া, পিপিআর রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

আমরা মাঠ পর্যায়ে গিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি খামারি ও কৃষকদের। গবাদি পশুগুলোকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে গরম কাপড় ও দানাদার খাবার খাওয়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আক্রান্ত গবাদি পশুর চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth