৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

গঙ্গাচড়ায় ওয়াশ প্রকল্পের কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

21 hours ago
165


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়ায় টেকসই স্বাস্থ্যকর পয়নিস্কাষণ ও পানি নিশ্চিতকরণের লক্ষ্যে ওয়াশ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা জন স্বাস্থ্য প্রকৗশল অধিদপ্তরের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর উদ্যোগে বৃহস্পতিবার সকালে গঙ্গাচড়া অফিসার্স কল্যাণ ক্লাবে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে ওয়াশ প্রকল্পটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভায় ওয়াশ প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম ও সেবাসমূহ তুলে ধরেন এরিযা প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম ।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, টেকসই স্বাস্থ্যকর পয়ঃনিষ্কাশন ও পানি নিশ্চিত করতে হলে সবার জন্য নিরাপদ পানীয় জল, উন্নত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিধি চর্চা নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজন সরকারি, বেসরকারি সংস্থা, এবং স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টা । এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ওয়াশ প্রকল্প কার্যক্রমের জন্য সাধুবাদ জানান এবং বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা ব্যক্ত করেন তিনি । এসময়য় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আলেমুল বাশার, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান চয়ন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কার্যালয়ের সহকারী প্রকৌশলী জানজাবিল বিনতে আহমেদ, গঙ্গাচড়া  ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান, কোলকোন্দ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান শরিফুল ইসলাম,

সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান,

এপির প্রোগ্রাম অফিসার গ্লোরিয়া রোজারিও, খ্রিষ্টিনা ক্রশ এবং ইঞ্জিনিয়ার ফরিদুল ইসলাম সহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, শিশু ও যুব প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধি এবং বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth