৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ২১ নভেম্বর, ২০২৫ - 21 November, 2025

বেরোবির প্রথম সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

20 hours ago
36


বেরোবি প্রতিনিধি :

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ম থেকে ১২তম ব্যাচের যারা ইতোমধ্যে ডিগ্রী অর্জন করেছেন তারা এই ঐতিহাসিক প্রথম সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানান, সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন এক স্মরণীয় দিনে পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মার্কেটিং বিভাগের এমবিএ (প্রফেশনাল) প্রথম ব্যাচের শিক্ষার্থী মোঃ শহিদ সরকারের রেজিস্ট্রেশন সম্পন্ন করার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ জাহিদ হোসেন, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth