গোবিন্দগঞ্জে ব্যাংক প্রতারণা চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোনালী ব্যাংকে এক গ্রাহকের সাথে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের সক্রিয় সদস্য রফিকুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা গেছে, গত ৫ নভেম্বর সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার কোচাশহর ইউনিয়নের অবসরপ্রাপ্ত ডা. তোফাজ্জল হোসেন সোনালী ব্যাংক গোবিন্দগঞ্জ শাখা থেকে তার পেনশনের ২৪ হাজার টাকা উত্তোলন করেন। এ সময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা রফিকুল ইসলাম তোফাজ্জল ডাক্তারের কাছে এগিয়ে এসে বলেন, আপনার টাকাগুলোর মধ্যে জাল টাকা আছে- এগুলো পরীক্ষা করতে হবে। এ কথা বলে প্রতারক রফিকুল তার কাছে থাকা টাকার মধ্য থেকে ১৪ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে। এ ঘটনায় ভুক্তভোগী তোফাজ্জল ডাক্তার ওই দিনই গোবিন্দগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে, আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে প্রতারক রফিকুল আবারও প্রতারণার উদ্দেশ্যে গোবিন্দগঞ্জ সোনালী ব্যাংকে ঘোরাফেরা করতে থাকে। গত ৫ নভেম্বরের ঘটনায় ব্যাংকের সিসি ক্যামেরায় তার চেহারা সনাক্ত হওয়ায় ব্যাংকের নিরাপত্তা কাজে নিয়োজিত আনসার সদস্যরা প্রতারক রফিকুলকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করে প্রতারণার অভিযোগে রফিকুলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত রফিকুল নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের তফসির রহমান বুদোর ছেলে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত রফিকুল প্রতারক চক্রের একজন সক্রিয় সদস্য- এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে।