১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

শলেয়াশাহ বাজারে দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ

7 hours ago
16


আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:

রংপুর সদর উপজেলার,খলেয়া ইউনিয়নে, ২ নং ওয়ার্ডের শলেয়াশাহ বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার নির্বাচনী গণসংযোগ করেন । গতকাল বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও  আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর - ৩ সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ( দাঁড়িপাল্লা মার্কার )  এর পক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মনোনীত পদপ্রার্থী  শাহিনুর  আলম  (শাওন ) শলেয়াশাহ বাজারে  বিভিন্ন  দোকান ও সাধারণ মানুষদের সাথে নিয়ে নির্বাচনী গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন খলেয়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি মাওঃ ফজলুল হক। উপজেলার ভাইস চেয়ারম্যান মনোনীত পদপ্রার্থী  শাহিনুর আলম  (শাওন ) শলেয়াশাহ বাজারে  জনসাধারণকে বলেন আসুন আমরা সবাই মিলে রংপুর - ৩ সদর আসনের দাঁড়ি পাল্লা মার্কাতে  ভোট দিয়ে বিজয় করি ও রংপুর ৩ সদর আসনের  উন্নয়ন করি ৷

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth