১০ অগ্রহায়ণ, ১৪৩২ - ২৫ নভেম্বর, ২০২৫ - 25 November, 2025

ঘোড়াঘাটের শীত মোকাবেলা বাহারি রঙে সেজেছে ফুটপাত

7 hours ago
17


ঘোড়াঘাট প্রতিনিধিঃ

দিনাজপুরের ঘোড়াঘাটে শীতের আগমন ঘটতেই ফুটপাতের দোকানগুলোতে বাহারি রঙের গরম পোশাক সাজিয়ে পথচারীদের আকৃষ্ট করছে ফুটপাতের ব্যবসায়ীরা। যেন ফুটপাতজুড়ে নেমে এসেছে এক রঙিন উৎসবের আমেজ। উপজেলার রানীগঞ্জ বাজার, ওসমানপুর বাজার, ডুগডুগিহাট, গুচ্ছগ্রাম বাজার, ঘোড়াঘাট পৌরশহরের প্রধান সড়ক, বাজার মোড়, বাসস্ট্যান্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যস্ত এলাকার ফুটপাতগুলো সাজানো হয়েছে নানান আকর্ষণীয় পোশাকে। রঙিন সোয়েটার, আধুনিক ডিজাইনের জ্যাকেট, কাঁথার মতো উষ্ণ শাল, বিভিন্ন রঙের উলের টুপি শাট, গেনজি পায়জামা। সব মিলিয়ে এমন বৈচিত্র্যময় সাজে ফুটপাতের বাজার যেন পথচারীদের দৃষ্টি আটকে রাখে। বিশেষ করে শিশুদের শীতের পোশাকের ডিজাইনে এসেছে নতুনত্ব। কার্টুন প্রিন্ট ও রঙিন নকশার কাপড়ে আকৃষ্ট হচ্ছে ছোট্ট ক্রেতারা। সকাল-বিকেল ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি, আর সেই সাথে ফুটপাতজুড়ে শুরু হয়েছে বাহারি শীতের পোশাকের জমজমাট বাজার। যেন পুরো উপজেলাজুড়ে এক শীত উৎসবে মেতে উঠেছে। বিকেলের পর থেকে ফুটপাতের ব্যবসায়ীরা বাহারি রঙের বিভিন্ন বয়সের গরম পোশাক সাজিয়ে হাঁক ডাক দিতে থাকে। বিভিন্ন এলাকার লোকজন তাদের পরিবার নিয়ে, বন্ধুদের সাথে কিংবা একা শীতের পোশাক দেখতে কিংবা কিনতে আসছেন বাজার গুলোতে। বড়ো দোকানের তুলনায় কম দামে ভালো মানের পোশাক পাওয়া যায় বলেই ফুটপাতের বাজার এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ক্রেতারা বলছেন, দামের সাথে মিলিয়ে পোশাকের মান বেশ ভালো, পাশাপাশি পছন্দের ডিজাইনও সহজে পাওয়া যাচ্ছে। উপজেলার বাণিজ্যিক কেন্দ্র রানীগঞ্জের ফুটপাতের ব্যবসায়ীদের মুখে ব্যস্ততা আর আশাবাদের ছাপ। ব্যবসায়ী আইনাল হোসেন বলেন, শীতের শুরুতে মোটামুটি ক্রেতারা আসছেন, তবে আশা করছি দিন যত যাবে ক্রেতা সমাগম বেশি হবে। শীতের পোশাক ক্রয় করতে আসা মাইদুল হাসান বলেন, বড়ো দোকান থেকে কেনার সামর্থ্য থাকলেও প্রতিবছরই নিজের ও পরিবারের জন্য ফুটপাত থেকেই শীতের পোশাক ক্রয় করি। কারণ, এখানে দাম খুবই যুক্তিসঙ্গত। তুলনামূলকভাবে কম টাকায় ভালো মানের জ্যাকেট পেলাম। তাই প্রতি বছর ফুটপাত থেকেই শীতের কেনাকাটা করি। স্থানীয়রা বলছেন, পথচারী, ক্রেতা ও ব্যবসায়ীদের মিলিত ভিড়ে শীতের সন্ধ্যাগুলো আরও রঙিন হয়ে উঠছে ঘোড়াঘাট উপজেলাতে। বাজারের ফুটপাতগুলো এখন শুধু একটি বাজার নয়, যেন মানুষের হাসিমুখ, দরদাম, আর কেনাকাটার উচ্ছ্বাসে ভরা এক প্রাণবন্ত মিলনমেলা। শীত যতই বাড়বে, ততই বেড়ে উঠবে ফুটপাতের সরগরম দৃশ্য। আর সেই ব্যস্ততা বলছে ঘোড়াঘাট উপজেলাতে শীত পুরোপুরি আসতে চলেছে, আর তাকে বরণ করার প্রস্তুতি চলছে প্রাণচঞ্চল ফুটপাতজুড়ে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth