নগরীর ১৯ ও ২০ নং ওয়ার্ডে বিএনপিরএমপি প্রার্থী সামুর নির্বাচনী গণসংযোগ
নিজস্ব প্রতিবেদক:
রংপুর।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর সদর-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুর ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে শহর, গ্রামগঞ্জে। এতে জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। সবখানেই নির্বাচনী আমেজ বিরাজ করছে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের প্রচারণায় মাঠে নেমে পড়েছে।
সোমবার সন্ধ্যার পর নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের শিমুলবাগ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপির মনোনীত এমপি প্রার্থী সামসুজ্জামান সামু। এরপর তিনি মেডিকেল পূর্ব গেট, ডক্টরস হাসপাতাল মোড় ও পাকারমাথা মোড়ে গণসংযোগ করেন। এরআগে রোববার রাতে তিনি ১৭ নম্বর ওয়ার্ডের কেরানিপাড়া চৌরাস্তা মোড়,কাঁচা বাজার, ২০নং ওয়ার্ডের মুলাটোল বাজার ও আমতলা বাজার এলাকায় গণসংযোগ করেন। এসময় রংপুর সদর -৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুল, রংপুর জেলা বিএনপির সদস্য, সাবেক এমপি পুত্র মাসুক জালাল রাহাত, মহানগর বিএনপির সদস্য জামিল খান, ইঞ্জিনিয়ার আশিকুর রহমান তুহিন, আশফাকুল বসুনিয়া আজাদ, শাহিনুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সহ-সভাপতি তামজিদুর রশিদ গালিব, যুগম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, মহানগর যুবদল নেতা শহিদুল ইসলাম শহিদ, মহানগর কৃষক দল সদস্য সচিব ফিরোজ হোসেন পিন্টু, জেলা কৃষক দল সদস্য সচিব দিল মেরাজুল দুলু, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শফিউল ইসলাম সবুজ, যুগ্ম আহবায়ক জুনায়েদ হোসেন অনীক, আশরাফুল ইসলাম কামাল, আব্দুর রহমান অরূপ রাজ, মহানগর ওলামা দলের আহবায়ক মাও জামাল উদ্দীন ফয়জী, সদস্য সচিব হাফেজ নুর হক শাহ, মহানগর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিন্টু, বাংলাদেশ হাসপাতাল ক্লিনিক ফোরাম রংপুর জেলা সভাপতি আব্দুর রাজ্জাক লাবলু, ২৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাকিবুল আজাদ, ২৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফজলার রহমান, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ রকি, ২৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান খান শ্রাবণ,সাংগঠনিক সম্পাদক আল মুরসালিন মুন্না, ছাত্রদলে নেতা ইমরান হোসেন, সিয়াম সহ ১৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এর আগে তিনি রোববার রাতে নগরীর ছত্র ২০ ও ১৭ নম্বর ওয়ার্ডের কেরানি পাড়া, চৌরাস্তা মোড়, কাঁচা বাজার, মুলাটোল, আমতলা বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সদস্য সাহিদার রহমান জোসনা সহ স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণসংযোগকালে তিনি পথচারী, রিক্সা অটোচালক, শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী সহ সকল শ্রেণীর পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন। ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন। সাধারণ জনতাও তাকে সাদরে গ্রহণ করে শুভেচ্ছা জানানো। এ সময় ধানের শীষ, শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান, সামু ভাই স্লোগানে মুখর হয়ে ওঠে গণসংযোগ এলাকা গুলো। এ সময় স্থানীয় বিপুল পরিমাণ জনতাকেও তাকে উপস্থিত থাকতে দেখা যায়।