২৮ পৌষ, ১৪৩২ - ১১ জানুয়ারি, ২০২৬ - 11 January, 2026

রংপুরের হারাগাছে জুয়ার সরঞ্জামসহ আটজন গ্রেফতার

1 month ago
151


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় টাকা বিনিময়ে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জামসহ আটজন গ্রেফতার করেছে আরপিএমপি হারাগাছ থানা পুলিশ। আজ ২৫ নভেম্বর মঙ্গলবার আটজনকেই রংপুর মেট্রোপলিটন নন এফআইআর প্রসিকিউশন ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে  রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেফতারকৃতদের হলেন, উপজেলার সারাই ইউনিয়নের কাঁচু আলুটারী গ্রামের মৃত রেকমত আলীর ছেলে আবেদ আলী (৪৫), জরিফ উদ্দিনের ছেলে আশরাফুল ইসলাম (৩৫), মাছহাড়ী গ্রামের হাসান আলীর ছেলে আজিজ (৪০), মৃত আঃ সামাদের ছেলে সিরাজুল ইসলাম (৫৪), মৃত নছির উদ্দিনের ছেলে আহসানুল ইসলাম (৩৭) ও রংপুর মহানগরের নাচনিয়া পল্লী এলাকার আঃ জলিলের ছেলে মোঃ শামীম (৩৫) একই এলাকার আলী হোসেনের ছেলে শাহ আলম (২৩), মৃত মকবুল হোসেনের ছেলে  মশিয়ার (২৭)।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নির্দেশনায় এসআই শফিকুল ইসলাম আব্দুর রহমান ও আজমত আলীসহ পুলিশের টিম সোমবার দিনগত রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে হারাগাছ থানাধীন মাছহাড়ী মানাস নদীর পাড় ও কাঁচু আলুটারী এলাকা থেকে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ৮ জন জুয়াড়িকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ১০৪ টি তাস ও ১২৮০ টাকা উদ্ধার করা হয়।

রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, আটক আটজনকেই আজ মঙ্গলবার রংপুর মহানগরী পুলিশ আইনের ৯০ ধারায় নন এফআইআর প্রসিকিউশন পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের সহায়তায় এলাকা নিরাপদ রাখতে পুলিশ বদ্ধপরিকর। এলাকায় মাদক ও জুয়া বন্ধে পুলিশকে তথ্য দিয়ে স্থানীয়দের সহযোগিতার আহবান জানান তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth