ট্রলির চাকায় পিষ্ট হয়ে ইপিজেডের অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর সৈয়দপুরে ধান বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মোছাঃ আনোয়ারা বেগম (৪০) নামে এক অন্তঃসত্ত্বা নারী শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় উপজেলার (সৈয়দপুর-দিনাজপুর) মহাসড়ক ওয়াবদা মোড় খাদিজা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অন্তঃসত্ত্বা সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া এলাকার সিরাজ ইসলামের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান,উত্তরা ইপিজেডের দেশবন্ধু নামক একটি কোম্পানিতে কাজ শেষ ছুটির পর স্বামী-স্ত্রী মটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন পথিমধ্যে (সৈয়দপুর-দিনাজপুর) মহাসড়কে খাদিজা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় ওয়াবদাগামী ধান বোঝাই ট্রলির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে ট্রলির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয় আনোয়ারা বেগম। এসময় গুরুতর আহত অবস্থায় তাঁর স্বামী সিরাজ ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়।
তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।