২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

সৈয়দপুরে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

1 week ago
103


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে সাড়ে ২৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ ৬০ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিদর্শক সাকিব সরকার জানান, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অধিদপ্তরের একটি টিম সৈয়দপুর থানাধীন নিয়ামতপুর সুমনা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থান নিয়ে মাওনা থেকে পঞ্চগড়গামী স্টার ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো-ব-১২-১৩০৯) থামিয়ে তল্লাশি শুরু করে। বাসের বি-১ সিটের লকারে রাখা টোকেনযুক্ত ব্যাগ ও কার্টুন থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামালের সঙ্গে একটি বাটন মোবাইল ফোন ও বাসের টিকিটও জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার হন মোঃ জুয়েল মিয়া (৩৮), যিনি জামালপুর সদর থানার মেষ্টা ইউনিয়নের দেউলিয়াবাড়ী গ্রামের বাসিন্দা।

উপপরিদর্শক সাকিব সরকার বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অজ্ঞাতনামা ব্যক্তিদের মাধ্যমে অবৈধভাবে মাদক ক্রয়-বিক্রয় করছিল। তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে ৷

তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো তথ্যের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth