ঘোড়াঘাটে রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের (১২৮৯) নির্বাচন সম্পন্ন
ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট থানা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন (১২৮৯) এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) উপজেলার রানীগঞ্জ (পাঁচমাথা) মোড়ে দিনব্যাপী সকাল ৮ থেকে বিরতিহিন ভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে আনারস মার্কায় প্রতিদ্বনিদ্বতা করা মাফিজুল ইসলাম প্রতিদ্বনিদ্বতা না থাকায় বিনা প্রতিদ্বনিদ্বতা নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে রিক্সা মার্কা নিয়ে করে বাবলু মিয়া ১৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটম প্রতিদ্বনদ্বী নূরুল নবী বুদা ফুটবল মার্কা নিয়ে ভোট পেয়েছেন মাত্র ৬ ভোট। এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে মাছ মার্কা নিয়ে জাহিদুল ইসলাম ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটম প্রতিদ্বনদ্বী খলিল মিয়া দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে ২৩ ভোট অর্জন করেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় ভোটারদের মধ্যেও সন্তোষ প্রকাশ পায়। নতুন নেতৃত্ব শ্রমিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শ্রমিক ইউনিয়নের সদস্যরা।