কালীগঞ্জে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোল্লা আটক
লালমনিরহাট (কালীগঞ্জ) প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম মোল্লা (৫০) কে গ্রেফতার উপজেলা করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
রবিবার(৩০ নভেম্বর) দুপুরে উপজেলার তুষভান্ডার আলসিয়া বাজার এলাকা হইতে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম মোল্লা দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি তুষভান্ডার ইউনিয়নের বৈরাতী হাজীরহাট এলাকার মৃত রেফাজ মোল্লার ছেলে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম মোল্লা সন্ত্রাস বিরোধী আইনে মামলার আসামী হওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে৷ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।