২৪ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

রংপুরে যোগদান করলেন নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন

1 week ago
286


নিজস্ব প্রতিবেদক:

রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার মারুফাত হুসাইন  যোগদান করেছেন। তিনি গত শনিবার (২৯ নভেম্বর) রংপুর পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষে তাঁকে স্বাদর অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন।

এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর পুলিশ সুপার জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত পর্বে অংশগ্রহণ করেন এবং জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রংপুর, শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর, সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর, আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) রংপুর, নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুরসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১ ও রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth