রাজারহাটে আমাদের প্রতিদিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
'সত্যের সন্ধানে অবিরাম শ্লোগান' কে সামনে রেখে দৈনিক আমাদের প্রতিদিন পত্রিকার ৯ম প্রতিষ্ঠা উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির রাজারহাট উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাব রাজারহাট'র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতের উদ্যোগে শনিবার(২৯নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব রাজারহাট-এ এক সড়াম্বর অনুষ্ঠানে পত্রিকাটির কেক কেটে প্রতিষ্ঠা বাষিকীর উদ্বোধন করা হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রেসক্লাব রাজারহাট'র সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, সাংগাঠনিক সম্পাদক সম্পাদক আসাদুর রহমান শিমু, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম সাজু, সিনিয়র সদস্য লুৎফর রহমান আঁশু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো, নয়ন আলী, সাইফুল ইসলাম, এ এস লিমন, শাহাজাহান আলী, মোস্তফা কামাল ও ছাত্র নেতা মাহিন প্রমূখ। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ, পাঠক ও যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর কামনা করেন। সেই সাথে উত্তরবঙ্গের মেহনতি ও দু:খি মানুষের কথা ব্যাপকভাবে প্রচার করে উন্নয়ন ঘটাবে বলে আশাব্যক্ত করেন।