বিরলে ছাগল ও হুইল চেয়ার বিতরণ
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলে প্রতিবন্ধীদের মাঝে ছাগল ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়) ঢাকা এর অর্থায়নে ছাগল পালন প্রশিক্ষণ শেষে ৯ টি পরিবারের মাঝে ছাগল ও ৩ টি পরিবারের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
বৃহস্পতিবার বিরল বাজারস্থ সোসাইটি ফর উদ্যোগ এর কার্যালয়ে ছাগল ও হুইল চেয়ার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জিমরান মোহাম্মদ সায়েক। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি ফর উদ্যোগ এর নির্বাহী পরিচালক উম্মে নাহার। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ রফিকুল ইসলাম। ০৫ নং বিরল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিরল প্রেস ক্লাব সভাপতি আতিউর রহমান, সোসাইটি ফর উদ্যোগ এর প্রকল্প পরিচালক মাহফুজ হোসেন।
অনুষ্ঠানে বিরল উপজেলার ৫ নং বিরল ইউনিয়নের ভরতপুর, রবিপুর ও মহেশপুর গ্রামের উপকারভোগীদের মাঝে এসব বিতরণ করা হয়।