বিরলে কালিয়াাগঞ্জে মার্কেটে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরল উপজেলার ০৮নং ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লেগে প্রায় ১২ থেকে ১৫ টি দোকান ঘর আগুনে ভূস্মিভূত হয়েছে।
বুধবার রাত সাড়ে ১২ টায় আগুনে দোকান পুড়ে যেতে শুরু করলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিরল স্টেশনের কর্মীগণ প্রায় ২ ঘন্টার মধ্যে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সূত্রপাত এখনও জানা যায়নি। আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা।