তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা দম্পতিকে খুন বিচারের দাবিতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে বীরমুক্তিযোদ্ধা দম্পতিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বিচার ও খুনিদের গ্রেফতারের করে তাদের ফাঁসির দাবিতে মুক্তিযোদ্ধারা মানববন্ধন করেছে। বৃহম্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গত ৬ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশ রায় ও তার স্ত্রী সুর্বণা রায় পুস্পকে নৃশংসভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৫দিন পেরিয়ে গেলেও এখনও খুনের রহস্য উন্মোচন করতে পারেনি প্রশাসন। মানববন্ধনে বক্তব্য রাখেন রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আনছার আলী, সদস্য সচিব ফজলার রহমান, যুগ্ন সম্পাদক শাহজাহান প্রামানিক লেবু, তারাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আলী হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সভাপতি কে এম রেজাউল ইসলাম। বক্তরা, বলেন, আমরা মুক্তিযোদ্ধরা দেশ স্বাধীন না করলে আজকে আপনারা সরকারের বিভিন্ন সেক্টরে বড় বড় কর্মকর্তা হতে পারতেন না। তাই আমাদেও সহযোদ্ধা দম্পতির হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আমরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসের মধ্যেই গ্রেফতারের দাবি জানায়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের রহিমাপুর চাকলা গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যোগেশ রায় ও তার স্ত্রী সুর্বণা রায় পুস্পকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের ৫দিন পেরিয়ে গেলেও এখনও খুনের রহস্য উন্মোচন করতে পারেনি প্রশাসন।