২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১২ ডিসেম্বর, ২০২৫ - 12 December, 2025

আজ ১১ ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস

7 hours ago
110


ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

আজ ১১ ডিসেম্বর ডিমলা হানাদার মুক্ত দিবস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ মুক্তিযোদ্ধ সংসদ উপজেলা কমান্ড কার্যালয়ের আয়োজনে ডিমলা হানাদার মুক্ত দিবস উৎযাপন করা হয়েছে। সকালে বিজয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বীর মুক্তিযোদ্ধাগন, মুক্তিযোদ্ধাদের সন্তান, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিগন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে বিজয় চত্বরের স্মৃতি অম্লানে শহীদের আত্মার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দোযা ও মুনাজাত করেন। এসময় বক্তারা বলেন, ১১ ডিসেম্বর ডিমলার আত্মমর্যাদা ও গৌরবের দিন, এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর পরাজয়ের মধ্য দিয়ে ডিমলা শত্রুমুক্ত হয়। বক্তারা মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ, বীরত্বগাঁথা এবং স্বাধীনতার জন্য তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। আলোচনা সভায় বক্তারা নতুন প্রজন্মকে  মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা রক্ষায় সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের স্মরণে নীরবতা পালন এবং মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার প্রভাষক আবুল কাশেম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, বীরমুক্তিযোদ্ধা আশরাফ আলী সহ অন্যান্য মুক্তিযোদ্ধারা । এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সফিয়ার রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ/কমান্ড ডিমলা উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান কবীর জুয়েল ও সাধারন সম্পাদক আসাদুজ্জামান বাবুসহ অন্যান্য মুক্তিযোদ্ধার সন্তান প্রমুখ।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth