২৭ অগ্রহায়ণ, ১৪৩২ - ১২ ডিসেম্বর, ২০২৫ - 12 December, 2025

ঘোড়াঘাটে ইউপি চেয়ারম্যানের শীতের শাল বিতরণ

7 hours ago
27


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শীতার্ত মানুষের জন্য উষ্ণতার ছোঁয়া নিয়ে মানবিক উদ্যোগ নিয়ে শীতার্তের মাঝে শাল বিতরণ করছেন। ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেনের নিজস্ব অর্থায়নে ইউপি সদস্য ও সদস্যাদের মাঝে উষ্ণ শাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই শাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা জানান, চেয়ারম্যানের এ ধরনের মানবিক প্রয়াস তাদের আরও অনুপ্রাণিত করে। চেয়ারম্যান অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, “শীতের মৌসুমে মানুষের কষ্ট কমাতে ছোট্ট এ উদ্যোগ নিয়েছেন তিনি । সবসময় চেষ্টা করি ইউনিয়নের মানুষের পাশে থাকতে।” ইউনিয়ন পরিষদের সদস্যরা এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, চেয়ারম্যানের আন্তরিকতা, দায়িত্ববোধ এবং মানুষের প্রতি ভালোবাসা সিংড়া ইউনিয়নকে আরও সেবামুখী করে তুলছে। ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সামগ্রিক উন্নয়ন ও মানবিক সেবায় চেয়ারম্যান সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ইউনিয়ন আরও সামনে এগিয়ে যাবে এমন প্রত্যাশা সকলের।
 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth