রংপুরের চার ফটো সাংবাদিক পেলেন বিপিজেএ’র সম্মাননা ক্রেস্ট
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘রূপসী বাংলা’ বাংলা নববর্ষ ফটো প্রদর্শনীওপ্রতিযোগিতা-২০২৫-এ মনোনীত ছবি স্থান পাওয়ায় রংপুরের চার ফটো সাংবাদিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। তাদের সৃজনশীল কাজ ও আলোকচিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে এ সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ, কে এম মহসীন।
সম্মাননা প্রাপ্তরা হলেন— বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর সভাপতি ও দৈনিক পরিবেশ পত্রিকার সাংবাদিক মমিনুল ইসলাম রিপন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, প্রচার সম্পাদক জালাল উদ্দিন, এবং যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার ও ফটো সাংবাদিক বিপিজেএ রংপুর কার্যকরী সদস্য আনোয়ার হোসেন ইমরোজ ইমু।
সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে বিপিজেএ’র কেন্দ্রীয় সভাপতি এ কে এম মহসীন বলেন,
“ফটো সাংবাদিকতা শুধু একটা পেশা নয়—এটি জাতির চিত্র, সমাজের বাস্তবতা ও মানুষের অনুভূতির গল্প তুলে ধরার দায়িত্ব। রংপুরের এই চারজন তরুণ ও প্রতিশ্রুতিশীল ফটো সাংবাদিক তাদের কাজের মাধ্যমে প্রমাণ করেছেন যে মেধা, মনন আর নিষ্ঠা থাকলে অঞ্চলভিত্তিক সীমাবদ্ধতা কোনো বাধা নয়। আমরা আশা করি তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম আরও উজ্জ্বল করবেন।”
তিনি বলেন, “বিপিজেএ সব সময় তরুণ ফটো সাংবাদিকদের কর্মশালা, প্রদর্শনী ও প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে উৎসাহিত করছে। ছবি দেশের মানুষের কথা বলবে—এটাই আমাদের লক্ষ্য।”
ফটো সাংবাদিক মমিনুল ইসলাম রিপন সম্মাননা পেয়ে আবেগাপ্লুত হয়ে বলেন, “এ স্বীকৃতি আমাদেরকে শুধু গর্বিতই করেনি, বরং কাজের প্রতি আরও দায়িত্বশীল করেছে। রংপুরের ছবি দেশজুড়ে জায়গা পাওয়ায় আমি আনন্দিত।”
অনুষ্ঠান শেষে সংগঠনের পক্ষ থেকে ফটো প্রদর্শনীতে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত চার সাংবাদিকের এই অর্জনে রংপুরের ফটো সাংবাদিক মহলেও আনন্দের জোয়ার বইছে।