৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

চিলমারীতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

12 hours ago
26


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে মো. নছরুদ্দিন (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহ:ষ্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানাহাট বাজারস্থ সিনেমা হল মোড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত নছরুদ্দিন শামছ পাড়া এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল্লাহ পরিবহন নামে একটি মাটি ভর্তি ৬ চাকার ট্রাক্টর এসএন ব্রিকস ইট ভাটায় যাচ্ছিল। এ সময় রাস্তা পার হতে গিয়ে মাটি বোঝাই ট্রাক্টরটি তাকে পেছন থেকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নছরুদ্দিনকে উদ্ধার করে চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

স্থানীয়রা ঘাতক ট্রাক্টরটিকে আটক করলেও এর চালক মো. সুজন মিয়া পালিয়ে যান।

এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে মৃতের স্বজনদের কাছে অভিযোগ চেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth