৪ পৌষ, ১৪৩২ - ১৯ ডিসেম্বর, ২০২৫ - 19 December, 2025

নির্বাচন বানচালের চেষ্টা, আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

12 hours ago
41


নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে ১৫ জনের নাম উল্লেখ করে ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো লুৎফর রহমান। 

আসামিরা হলেন- পুটিমারি ইউনিয়নের ভেড়ভেরি হাজিপাড়া এলাকার ছায়েদুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৩১), সদর ইউনিয়নের মুসা এলাকার তহির উদ্দিনের ছেলে আব্দুর রাজ্জাক বাবু (৪২), বানিয়াপাড়া এলাকার রাজেন কুমার রায়ের ছেলে মিথুন কুমার রায় (৪৫), মধ্যরাজীব এলাকার মজুমদারের ছেলে ফনিভুষন মজুমদার (৪৫), বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে সাজু মিয়া (৪২) দক্ষিণ বাহাগিলী এলাকার মোশাররফ হোসেনের ছেলে স্বপন মিয়া (৩২), নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গার হাট এলাকার মৃত এমলাক হোসেনের ছেলে আজিজুল ইসলাম আর্মি (৫৮),মাগুড়া কাঠালি পাড়া এলাকার মাহমুদ আলীর ছেলে সবুজ মিয়া (৩০) প্রমুখ। তারা সকলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত  মঙ্গলবার বিকেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা পুটিমারি ইউনিয়নের হাজিরহাট স্কুল এন্ড কলেজ মাঠে একত্রিত হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও রাষ্ট্রবিরোধ পরিকল্পনার বৈঠক করে। এসময়ে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। এতে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিটা পালিয়ে যায়। পরে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। 

এবিষয়ে থানা  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো লুৎফর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী ও নির্বাচন বানচালের পরিকল্পনা করার সময়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth