তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাবিতে ছাত্রদলের স্বাগত মিছিল: ‘মা মাটি ডাকছে’ স্লোগানে মুখর ক্যাম্পাস
রাবি সংবাদদাতা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১টায় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা ‘মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে’, ‘তারেক রহমান বাংলাদেশে, ফিরবে বীরের বেশে’, ‘শিক্ষা-শান্তি-প্রগতি, ছাত্রদলের মূলনীতি’, ‘আমার দেশ, তোমার দেশ, সবার আগে বাংলাদেশ’—সহ নানা স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করে তোলে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাবি শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল মিঠু বলেন, “পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশনায়ক তারেক রহমানকে দেশে ফিরতে দেয়নি। যিনি বাংলাদেশের একমাত্র সুনাগরিক, যার পিতা ও মাতা উভয়েই ছিলেন রাষ্ট্রপ্রধান। ক্যান্টনমেন্টকেন্দ্রিক ও স্বাধীনতাবিরোধী চক্রের ষড়যন্ত্রের ফলে তাকে দীর্ঘদিন প্রবাসে থাকতে হয়েছে। অথচ তিনি বিদেশে থেকেও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ছিল ৫ আগস্টের বিপ্লব।”
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম বলেন, “আমরা আশা করছি খুব শিগগিরই দেশনায়ক তারেক রহমান দেশে ফিরে এসে রাষ্ট্র পরিচালনার হাল ধরবেন। তার নেতৃত্বে ৩১ দফার মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাষ্ট্রে রূপান্তর করতে আমরা বদ্ধপরিকর। সকল রাজনৈতিক শক্তিকে সঙ্গে নিয়েই একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”
এসময় শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে যে ষড়যন্ত্রের গন্ধ ছড়ানো হয়েছিল, তা জনগণের শক্তির ওপর ভর করেই বিলুপ্ত হচ্ছে। দীর্ঘ ১৮ বছর পর দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন, নিরাপত্তা নিশ্চিত এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে দেশে ফিরছেন।”
তিনি আরও বলেন, “গত এক বছরে দেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ২৫ তারিখের পর থেকে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তোলার ঘোষণা থাকলো।”
মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতৃবৃন্দসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।