১১ পৌষ, ১৪৩২ - ২৫ ডিসেম্বর, ২০২৫ - 25 December, 2025

গঙ্গাচড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু'র দাফন সম্পন্ন

4 hours ago
153


নিজস্ব প্রতিবেদক:

রংপুরের গঙ্গাচড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক আখিরা পত্রিকার উপজেলা প্রতিনিধি জাকিরুল ইসলাম মন্টু'র (৫০) দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত ৯ টায় গঙ্গাচড়া সদরের নিউাস্টার পাড়ার নিজ বাড়ি সংলগ্ন মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ অংশ নেন।

দীর্ঘদিন থেকে তিনি ডায়াবেটিস, হৃদরোগ, কিডনির সমস্যাসহ নানা রোগে ভুগছিলেন।

বুধবার আনুমানিক ৪ টার দিকে তিনি নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth