১৩ পৌষ, ১৪৩২ - ২৮ ডিসেম্বর, ২০২৫ - 28 December, 2025

গঙ্গাচড়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

5 hours ago
32


নিজস্ব প্রতিবেদক:

রংপুর-১ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে হাফেজ মোঃ মমিনুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাচন অফিসার আহসান হাবিবের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস গঙ্গাচড়া উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও গঙ্গাচড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মমিনুর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সব আচরণবিধি মেনেই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। রংপুর ১ আসনের জনগণকে ঐক্যবদ্ধ করে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত একটি নিরাপদ এলাকা গড়ে  তুলতে বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিশ্রুতিবদ্ধ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth