২২ পৌষ, ১৪৩২ - ০৫ জানুয়ারি, ২০২৬ - 05 January, 2026

রাতের আঁধারে কাটা হচ্ছে রাস্তার সরকারি গাছ

1 day ago
50


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রাতের আঁধারে সড়কের পাশে থাকা সরকারি মোটা ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে (২ জানুয়ারি) দিবাগত রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর খিয়ারপাড়া গ্রামে।

স্থানীয়দের অভিযোগ, গভীর রাতে শব্দ শুনে বাইরে এসে তারা গাছ কাটার আলামত দেখতে পান। সকালে দেখা যায় সড়কের সেই গাছ খিয়ারপাড়া ডাকরা ডাঙ্গায় লাল মিয়ার ছেলে মো. সোমবারু ও রব্বানী মিয়ার আঙিনায় গাছের ৯টি গুল/গোলাই পড়ে আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সেই গাছগুলোর ছাল তুলতে দেখা যায় রব্বানী মিয়াকে।এ বিষয়ে রাব্বানী মিয়ার সঙ্গে কথা হলে তিনি বলেন, রাতের আঁধারে আমার আঙিনায় কেবা কাহারা গাছগুলো ফেলে রেখে গেছে আমি জানিনা। আমার খড়ির দরকার তাই পড়ে থাকা গাছগুলোর ছাল উঠিয়ে নিচ্ছি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই পরিকল্পিতভাবে গাছগুলো কাটা হয়েছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর। কেউ কেউ জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

এ বিষয়ে বিষ্ণুপুর ইউপির প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, রাতের আঁধারে কে বা কাহারা সড়কের গাছ কেটে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠিয়ে গাছগুলো উদ্ধার করে পরিষদে আনা হয়েছে। রাতের আঁধারে কে গাছ কাটল খোঁজখবর নেওয়া হচ্ছে।

উপজেলা বন বিভাগ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, ঘটনা সত্য। এটি জেলা পরিষদের গাছ। বিষয়টি ইউপি চেয়ারম্যান দেখবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আঞ্জুমান সুলতানা বলেন, বিষয়টি আমার জানা ছিল না জানলাম। বিষয়টি দেখছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth