বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদককে না বলুন গঙ্গাচড়ায় জনসচেতনতামূলক সমাবেশ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ও বেতগাড়ী ইউনিয়নে বাল্যবিবাহ, শিশুশ্রম ও মাদককে না বলুন বিষয়ক জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে মঙ্গলবার (১৩ জানুয়ারী) তুলসীরহাট দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় ও বেতগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে উপজেলার সরকারী ও বেসরকারী কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন,
“বাল্যবিবাহ একটি মেয়ের স্বপ্নকে অঙ্কুরেই বিনষ্ট করে দেয়, আর শিশুশ্রম একটি শিশুর ভবিষ্যৎ কেড়ে নেয়। অন্যদিকে মাদক সমাজ ও তারুণ্যকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। এই তিনটি অভিশাপ থেকে সমাজকে রক্ষা করতে হলে কেবল আইন যথেষ্ট নয়, প্রয়োজন তৃণমূল পর্যায়ে সামাজিক আন্দোলন।”
এসময় উপস্থিত সকল শিক্ষার্থী ও অভিভাবক বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে সম্মিলিত শপথ পাঠ করেন। সমাবেশে অন্যান্য বক্তারা বাল্যবিবাহের স্বাস্থ্যঝুঁকি, শিশুশ্রমের আইনি দণ্ড এবং মাদকের কুফল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এচাড়াও জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যসংবলিত লিফলেট বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষকদের সচেতনতা সবচেয়ে বেশি প্রয়োজন। যেকোনো স্থানে বাল্যবিবাহ বা শিশুশ্রমের খবর পেলে তাৎক্ষণিকভাবে প্রশাসনকে (৩৩৩ বা ৯৯৯) জানানোর আহ্বান জানান তিনি।”
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার ও আলমবিদিতর ইউনিয়ন প্রশাসক আবতাবুজামান চয়ন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মাহফুজার রহমান,
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার, উপজেলা সমাজে সেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার ও প্রশাসক বেতগাড়ী ইউনিয়ন হাসানুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন এরিয়া অফিসের সিনিয়র ম্যানেজার উত্তম দাস,এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম, প্রধান শিক্ষক ফকরুল বারী ও রশিদুল ইসলাম প্রমুখ।
উপস্থিত সকলেই কাঁধে কাঁধ মিলে কাজ করে বাল্য বিবাহ, শিশুশ্রম ও মাদকমুক্ত উপজেলা করার অঙ্গিকার ব্যক্ত করেন।