১০ আশ্বিন, ১৪৩২ - ২৫ সেপ্টেম্বর, ২০২৫ - 25 September, 2025

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ২

আমাদের প্রতিদিন
1 year ago
568


চট্রগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামে পুলিশের সঙ্গে সংঘর্ষে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দু’জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ ইমাদ বলে জানা গেছে। তিনি চট্টগ্রামের পটিয়া কলেজের শিক্ষার্থী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তুহিন শুভ্র দাশ দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আহত অবস্থায় আরও ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

চট্টগ্রামের বহদ্দারহাটে বেলা ১টা থেকে পুলিশের সঙ্গে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা চান্দগাঁও থানায় হামলার চেষ্টা চালান। পাশাপাশি বহদ্দারহাট পুলিশ ফাঁড়িও ভাঙচুর করেন। দিনভর চলতে থাকা দফায় দফায় সংঘর্ষে নিহত ও আহতের ঘটনা ঘটল।

রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ভবনে দেয়া আগুন ছড়িয়ে পড়ায় সম্প্রচার বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। টিভি স্টেশনটির ট্রান্সমিশন বন্ধ হওয়ায় সম্প্রচার বন্ধ হয়ে যায়। আগানের কারণে ভবনের ভেতরে অনেকে আটকা পড়েছেন বলেও জানা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর দুইটার দিকে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীরা এ ভবনে আগুন দেয়। আগুন লাগার চার ঘণ্টা পার হলেও ভবনে পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিসের কোনো উদ্ধারকারী দল।

আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বিটিভির এক ফেসবুক পোস্টে বলা হয়, বিটিভিতে ভয়াবহ আগুন। দ্রুত ছড়িয়ে পড়ছে। ভেতরে অনেকে আটকা পড়েছেন। এ অবস্থায় ফায়ার সার্ভিসের দ্রুত সহযোগিতা কামনা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth