ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
জমি জমা সংক্রোন্তের জেরে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পূর্ব চাঁদপুর গ্রামের খাসের বাড়িতে এই ঘটনা ঘটে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই শাহজালাল খানের (৩৮) হাতুড়ির আঘাতে বড় ভাই খাজা আহমেদের (৫৭) মৃত্যু হয়েছে। পুলিশ এই ঘটনায় তিন জনকে আটক করেছে।
খাজে আহমেদ খান এবং অভিযুক্ত শাহজালাল খান ওই বাড়ির মৃত ওমর খানের ছেলে। খাজে আহমেদ পূর্বে দুবাই প্রবাসী ছিলেন। বর্তমানে তিনি বাড়িতে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি দুই ছেলে এবং এক কন্যা সন্তানের জনক।
অভিযুক্ত শাহজালাল পূর্বে প্রবাসে ছিলেন এবং বর্তমানে অটোরিকশা চালক। শাহজালাল ৪ ভাইয়ের মধ্যে ছোট।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর হাসপাতালে কথা হয় নিহতের অপর ভাই অলি উল্লাহ খানের সঙ্গে।
তিনি বলেন, গত কয়েকদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে শাহজালাল আমাকে আর নিহত ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিল। সম্পত্তির বিষয়ে শালিস বৈঠক হলেও শাহজালাল তা মানে না। রাত ১১টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজে আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনার চেষ্টা করলে বড় ভাই নুর মোহাম্মদ খানসহ শাহজালাল বাধা দেয়। ১ ঘণ্টা পর রাত ১২টার দিকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফরিদ আহমেদ চৌধুরী বলেন, হাসপাতালে আনার পর চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়।
ফরিদগঞ্জ থানায় নিহতের স্ত্রী রুবি আক্তার অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এসে সুরতহাল তৈরি করেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আমাদের প্রতিদিন/শরিফুল ইসলাম।