১৯ আশ্বিন, ১৪৩১ - ০৪ অক্টোবর, ২০২৪ - 04 October, 2024

কষ্টে আছে অল্প আয়ের মানুষ, এই দুঃসময় কেটে যাবে: কাদের

আমাদের প্রতিদিন
1 year ago
609


ফাইল ছবি

ঢাকা অফিস:

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ষড়যন্ত্র করবে, আমরা কাজ করে জবাব দেবো। আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলেও এ সময় অভিযোগ তোলেন তিনি।

৮ বছর পরে মঙ্গলবার (২৯ নভেম্বর) সকালে নোয়াখালীতে অনুষ্ঠিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অংশ নিয়ে ওবায়দুল কাদের এ কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, কবিরহাটে আমি বলেছিলাম নোয়াখালীতে বিভেদ দেখতে চাই না। আওয়ামী লীগকে আরও ঐক্যবদ্ধ, সংগঠিত ও সুশৃঙ্খল করতে হবে। নোয়াখালী আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দুর্গ ছিল, এখন শেখ হাসিনার শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।

এ সময় নোয়াখালী জেলার উন্নয়নে আওয়ামী লীগের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন ওবায়দুল কাদের।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, আজকে অপপ্রচার করছে ফখরুল সাহেবরা। তারা ষড়যন্ত্র করবে, আমরা কাজ করে জবাব দেবো। আমরা মানুষের পাশে থাকবো।

'আজকে দেশে কষ্টে আছে অল্প আয়ের মানুষ। এই অবস্থা যুদ্ধ ও নিষেধাজ্ঞার জন্য। আমরা বৈশ্বিক পরিস্থিতির শিকার। মূল্য দিতে হচ্ছে আমাদের। শেখ হাসিনা করোনার মতো সামলাচ্ছেন এই পরিস্থিতি। আশা করি, এই দুঃসময় কেটে যাবে। সময় লাগবে', বলেন তিনি।

এ সময় সাধারণ জনগণকে ধৈর্য ধরার আহ্বানও জানান কাদের।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth