১৭ বৈশাখ, ১৪৩২ - ৩০ এপ্রিল, ২০২৫ - 30 April, 2025

রংপুরে বিএনপি ও ড্যাবের  ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি

আমাদের প্রতিদিন
5 months ago
190


নিজস্ব প্রতিবেদক:

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রংপুর মহানগর বিএনপি'র আয়োজনে ও রংপুর ড্যাব এর সহযোগিতায় গতকাল (১১ নভেম্বর) সোমবার নগরীর রাধাকৃষ্ণপুর প্রাইমারী স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী।

এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন নবী ডন, মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর মহানগর শাখার সভাপতি ডা: নিখিল চন্দ্র গুহ, মহানগর যুবদলের সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, মহানগর স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন প্রমুখ। এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth