লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারীকে সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক:
লায়ন্স ক্লাব অব রংপুরের উদ্যোগে রংপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী লায়ন আসিফ বারি (ফাস্ট ডিষ্ট্রিক গভর্নর - ডিষ্ট্রিক ২০-জ২ নিউইয়র্ক আমেরিকা) ও তার সহধর্মিনী লায়ন মুনমুন এইচ বারি ( ডাইরেক্টর নিউইয়র্ক আমেরিকা) কে সংবর্ধনা ও মতবিনিম সভা অনুষ্ঠিত হয়। রবিবার রাতে নগরীর জিএলরায় রোডস্থ লায়ন্স ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে সংবর্ধিত লায়ন আসিফ বারি তার বক্তব্যে লায়নিজামের নানান দিক তুলে ধরেন। এ সময় তিনি লায়ন্স ক্লাব অব রংপুরের বিভিন্ন সেবা কার্যক্রমের সাথে একাত্ততা ঘোষনা করেন এবং সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব রংপুরের প্রেসিডেন্ট ড. সঞ্জিত কুমার সরকার দুরন্ত’র সভাপতিত্বে ও ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন মনজিল মুরাদ লাভলু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব অব রংপুরের পরিচালক নর্থ বেঙ্গল কো অডিনেটর লায়ন এনামুল হক সোহেল, লায়ন্স ক্লাব অব রংপুরের সেক্রেটারী লায়ন শরীফুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব ডিরেক্টর লায়ন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, লায়ন মেজর (অবঃ) নাসিম উদ্দিন, লায়ন জেবুন্নেসা জেবিন, লায়ন অনিন্দ্য আউয়াল, লায়ন মোয়াজ্জেম হোসেন কিন্তু, লায়ন কানিজ মোয়াজ্জেম, লায়ন নুরজ্জামান, লায়ন জয়েল আহমেদ, লায়ন আরমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।