আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়ার স্কুল ও প্রত্যাশা স্কুলের এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় “শিক্ষা নিলে বিশ্ব জুড়ে কর্ম মিলে” প্রতিপাদ্য সামনে রেখে শামীম রানা নামে সংবাদকর্মীর ব্যক্তিগত উদ্যোগে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এবং মিঠাপুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থা কর্তিক পরিচালিত প্রত্যাশা স্কুলে এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ এবং সংস্কৃতি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে মহীয়সী নারী বেগম রোকেয়া স্মৃতি বিজাড়িত জন্মভূমিতে একমাত্র নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ইতিপূর্বে পায়রাবন্দ বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় নামে স্কুল প্রতিষ্ঠা করা হয়। বালকদের জন্য কোন প্রতিষ্ঠান না থাকায় উভয় চাহিদা পূরণ করবে প্রতিষ্ঠানটি। বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং সংস্কৃতিক অনুষ্ঠানে আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে উদ্বোদক হিসাবে উপস্থিত ছিলেন ছফুরা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক শামীম রানা, মিঠাপুকুর প্রত্যাশা মানব উন্নয়ন সংস্থার সভাপতি শাফাওয়াত হোসেন( সোহাগ),আব্দুছ ছাত্তার মেমোরিয়াল আইডিয়ার স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুমিরা আক্তার,সহকারী শিক্ষক শিক্ষক তাজুল ইসলাম ( দিদার),মোকাদ্দেস হোসেন, ওমর ফারুক রানা,মাসুম বিল্লাহ, হোসনে আরা বেগম, সাপিয়া মোস্তাকিম শ্যামা, ফেরদৌসী আক্তার।
বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অভিভাবক দিলশাদ মিয়া, রুহুল আমিন, রাবেয়া বেগম, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।