৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

‘আমার উপকার করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র  আন্দোলনের নেতা নাহিদকে ফাঁসানো হয়েছে’

আমাদের প্রতিদিন
2 weeks ago
116


রংপুরে জমির মালিক বললেন,

নিজস্ব প্রতিবেদক:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে টাকা লেনদেন সংক্রান্ত কথোপকথোনের ভিডিওটি পরিকল্পিত বলে দাবি করেছেন জমির মালিক আজহারুল ইসলাম ভূইয়া। তার দাবি আমার উপকার করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে ফাঁসিয়েছে আওয়ামী সিন্ডিকেট।

রোববার ( ২ মার্চ) সন্ধায় রংপুর সুমি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনে জমির মালিক আজহারুল ইসলাম ভূইয়া দাবি করেন।

এসময় লিখিত বক্তব্যে আজহারুল বলেন, আমার গংগাচড়া থানার পূর্ব খলেয়া মৌজায় ৪ একর ৫৯ দশমিক ৫ শতক জায়গা  আছে। জমিটি দীর্ঘদিন ধরে আমার দখলে থাকলেও ২০১৯ সাল থেকে আতিকুল ইসলাম এবং মঞ্জুরুল ইসলাম গং জাল রিটের মাধ্যমে জমিটি অবৈধভাবে দখল করে। পরবর্তীতে জমিটির ওপর ১৪৪ ধারা জারি করে আদালত। পরে সদর কোর্টে মামলা করলে চিফ  মেট্রোপলিটন আদালত সত্য-মিথ্যা যাচাইয়ের জন্য সিআইডিতে প্রেরণ করেন। তদন্তে জালিয়াতি প্রমানিত হয়। কিন্তু  তদন্ত চলাকালীন সময়ে আতিকুল ও মনজরুল ইসলাম আওয়ামী ফ্যাসিবাদি রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব খাটিয়ে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, কুড়িগ্রামের চাকুরিচ্যুত ডিসি সুলতানা পারভীন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপুমুন্সির পিএ ও জেলা আ.লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক তুহিন চৌধুরি, বাণিজ্যমন্ত্রীর অপু মুন্সি কোল্ড স্টোরেজের ম্যানেজার বাবুসহ আ.লীগের অনেক নেতা কর্মীদের তত্বাবধায়নে সেখান থেকে বালু উত্তোলন শুরু করে। বিষয়টি ফ্যাসিস্ট আওয়ামীলীগ আমলে প্রশাসনের বিভিন্ন সময়ে অভিযোগ করি। এসময় কয়েকদফা জরিমানা করা হলেও আমি বিএনপি সমর্থক হওয়ায় জমিটি আর উদ্ধার করতে পারিনি। বালু উত্তোলনও বন্ধ করতে পারি নি।

সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম বলেন, ৫ আগস্টের পর আমি  আমার জমি উদ্ধার এবং অবৈধ বালু উত্তোলন বন্ধের জন্য বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের দারস্থ হই। বৈষম্যবিরোধী আন্দোলনের  রংপুর মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকারসহ নেতৃবৃন্দ বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য সরেজমিনে সেখানে যান।  উপস্থিত হয়। তাদের উপস্থিতি টের পেয়ে আতিকুল ইসলাম তার গুন্ডাবাহিনী নিয়ে সেখানে হাজির হয়। তারা নিজেদের বিএনপির পরিচয় দেয়। এসময় বৈষম্য আন্দোলনের নেতারা বিএনপির মহানগর নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করে নিশ্চিত হন তারা কেউ বিএনপির নন। এরপর তারা কথা বলার জন্য বৈষম্যবিরোধী নেতাদের রংপুর মহানগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে নিয়ে গিয়ে নিজেরাই  বিভিন্ন অনৈতিক অর্থের প্রলোভন দেখায়। এবং সেই ভিডিওটি আওয়ামীলীগের ফেসবুক পেজসহ বিভিন্নি আইডিতে ছড়িয়ে দিয়ে নাহিদ হাসান খন্দকারের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ আনে। মূলত তারাই বৈষম্যবিরোধী নেতা নাহিদসহ অন্যদের ফাঁসাতে এই ভিডিও ধারণ করে। ভিডিওতে আতিকুল ইসলামের পার্কের ম্যানেজার বেলালকে বার বার  নাহিদ হাসান খন্দকারকে টাকার বিষয়ে ইনিয়ে বিনিয়ে বলে স্বীকারোক্তি আদায়ের চেস্টা করে। যা সাইবার আইনে অপরাধ করে। ‘

 সংবাদ সম্মেলনে জমির মালিক আরও  দাবি বরেন, ‘ বৈষম্যবিরোধী নেতারা তাদের প্রলোভন অগ্রাহ্য করে সেখান থেকে বের হয়ে আসে। কিন্তু আবারও  তারা বেষম্যবিরোধী নেতাদের ফোন দেয়। বিশেষ করে আতিকুল ইসলামের কর্মচারী বেলাল ফোন দিয়ে বৈষম্যবিরোধী নেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ করে ও জীবননাশের হুমকি দিয়ে বলে, তোরা দুদিন টিকবি না। আমরা ক্ষমতায় আসলে তোদের উড়িয়ে দিবো। সমন্বয়ক আর বেশিদিন থাকবে না, তোদের ভালোভাবে ফাঁসানোর ব্যবস্থা করতেছি।  এ ধরণের কথাতে প্রমাণ হয় তারা পরিকল্পিতভাবে এই কাজটি করেছে। নাহিদ হাসান খন্দকারসহ নেতারা কোন চাঁদা দাবি করে নি।

সংবাদ সম্মেলনে আজহারুল ইসলাম ভুইয়া আরও বলেন, আমার উপকার করতে এসে যারা স্বৈরাচার সরকার পতন আন্দোলনের প্রথম সারিতে কাজ করেছে, জীবন দিতে পিছুপা হয়নি। আজকে তারা প্রশ্নের সম্মুখীন। বিষয়টি সুষ্ঠু তদন্ত করে চক্রান্তকারীদের অসৎ উদ্দেশ্য বানচাল করার দাবি জানাচ্ছি।  একই সাথে  বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাদের নিয়ে যেন ভবিষ্যতে কেউ এমন চক্রান্ত লিপ্ত না হতে পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহবান জানাচ্ছি।

 প্রসঙ্গত: সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। এতে রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র নাহিদ হাসান খন্দকার ও ওই পার্কের ম্যানেজার বেলালের কথোপোকথন শোনা যায়। তাতে বালু উত্তোলনে নিয়ে  একলাখ টাকা চাঁদা দাবির বিষয়ে লেনদেনসহ বিভিন্ন কথা কথা বলতে শোনা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth