হিলিতে বাজার নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের অভিযান

হিলি প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে হিলির বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে হিলি স্থলবন্দরের কাঁচাবাজার ও তেলের পাইকারি দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
এসময় ছিলেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুজন মিয়াসহ পুলিশের একটি টিম। এসময় কাঁচাবাজারে বেগুন,লেবুসহ বিভিন্ন সবজি ও নিত্যপণ্যের দোকানে ক্রয় রসিদ খতিয়ে দেখা হয়।
অভিযানে কাউকে জরিমানা করা না হলেও ব্যবসায়ীদের ক্রয় রসিদ রাখা, ন্যায্যমূল্য পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একই সঙ্গে ব্যবসায়ীদের সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল না করার আহ্বান জানান তিনি।