পীরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
"অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন" এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় রংপুরের পীরগঞ্জে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এর উদ্যোগে ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহায়তায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম ও অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মল্লিকা পারভীন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এস এম কামরুজ্জামান, এবং উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক উপজেলা নারী উন্নয়ন ফোরামের সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।