১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

বোচাগঞ্জে উজ্জীবক সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 month ago
112


পীরগঞ্জ প্রতিনিধি :

দিনাজপুরের বোচাগঞ্জে ভিত্তি জরিপে প্রাপ্ত তথ্য নিয়ে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের সাথে উজ্জীবক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুরে ইএসডিও-থ্রাইভ প্রকল্পের আয়োজনে ও হেকস/ইপারের সহযোগিতায়  উপজেলা পরিষদ হল রুমে এই সভা হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান, উপজেলে কৃষি অফিসার নয়ন কুমার সাহা, উপজেলা মৎস্য অফিসার প্রনব কুমার সরকার, ভেটোনারী সার্জন ডাঃ নিহারঞ্জন প্রাং, কৃষক মামুন, প্রকল্প সমন্বয়কারী সিরাজুল সালেকিন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ হোসেন , প্রজেক্ট অফিসার ওয়ালিউর রহমান, প্রকল্পের সদস্য আলবিনা মুরমু, আদিবাসী মংগল কর্মকার, রাখিনা সরেন, রেখারানী দাস প্রমুখ।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth