১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

ফ্যাসিবাদ আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ

1 month ago
107


নিজস্ব প্রতিবেদক:

জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের সম্মানে ও নিহতদের স্মরণে দোয়া মাহফিলে জাতীয় নাগরিক পার্টি জেলা ও মহানগর শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা বলেন জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকার পতনের পর থেকে নতুন করে আবার দেশে ধর্ষণ, হত্যা, নারী নির্যাতন, চাঁদাবাদ, সন্ত্রাষ, আইন শৃঙ্খলা অবনতি দিন দিন বেড়েই চলছে। দেশে নৈরাজ্য ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি সোচ্চার। যেকোন রাজনৈতিক পরিস্থিতিতে মোকাবিলা করার জন্য রাজপথে প্রস্তুত রয়েছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের বিচার ও শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না বলে হুশিয়ারি করেন জাতীয় নাগরিক পার্টির নের্তৃবৃন্দ। গতকাল রবিবার রংপুর টাউন হলে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে আহত পরিবারের সদস্য ও নিহত পরিবারের সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির জেলা ও মহানগরের নের্তৃবৃন্দ। দোয়া ও ইফতার শেষে ফ্যাসিবাদ আওয়ামীলগীকে নিষিদ্ধ, স্বৈরশাসন পরিহার ও সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ না করার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি টাউনহল চত্বর থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ শেষে রংপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম ও মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা। বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির নেতা আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিয়ন, সংগঠক রংপুর জেলা ও মহানগর এনসিপি ইঞ্জিনিয়ার শেখ রেজোয়ান,  এম আলমগীর কবির, এম.আই. সুমন প্রমুখ। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth