৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে রংপুরে মানববন্ধন

1 month ago
42


নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ ও মানববন্ধন বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

আজ (১৩ মে) দুপুরে হরিজন অধিকার আদায় সংগঠনের আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচীটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়।

বিক্ষোভ কর্মসূচিতে রাজু বাসফোরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুরেশ বাসফোরের সভাপতিত্বে ও সংগঠক রাজু বাসফোরের সঞ্চলনায় এসময় বক্তব্য রাখেন, সংগঠনের নেতা রাজা বাসফোর, সংগঠনের উপদেষ্টা লিটন বাসফোর, শবরন বাসফোর, দিলিপ বাসফোর, দিপু বাসফোর, কানাই বাসফোর প্রমুখ।

বক্তারা বলেন, টাঙ্গাইল জেলার জীবননগর সহ দেশে বিভিন্ন জায়গায় হরিজনদের অন্যায়ভাবে জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে।তারা দীর্ঘ আড়াইশত বছর ধরে সেখানে বসবাস করে। তারা অল্প বেতনে তাদের খুপরি ঘরে কষ্ট করে কোনো রকম মানবেতর জীবনযাপন করেন।

বক্তারা আরও বলেন, হরিজনরা অল্প বেতনের কারনে ছেলে মেয়েদের ভালো শিক্ষা চিকিৎসা  করতে পারেন না। তার মধ্যে  এই উচ্ছেদ হলে কোথায় গিয়ে দাঁড়াবে। তাই সংবিধান বা আইনে স্পষ্ট ভাবে বলা আছে যে কোনো জনগোষ্ঠীকে উচ্ছেদ করতে হলে আগে পুর্নবাসন করতে হবে। তাই অবিলম্বে টাঙ্গাইল থানাপাড়া পুরাতন কলোনী ও জীবননগর হরিজন কলোনি  উচ্ছেদ বন্ধসহ হরিজনদের পুর্নবাসন করতে হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth