১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গোবিন্দগঞ্জে জমির মালিকানা নিয়ে সংঘর্ষে নিহত-১ ও আহত-৫

1 month ago
50


গোবিন্দগঞ্জ প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ জমির মালিকানা নিয়ে সংঘর্ষে আব্দুল মজিদ (৬৫) নামের ১জন নিহত ও উভয় পক্ষের ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে   ২ জনকে  গুরুতর অবস্থায় বগুড়ার শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আব্দুল মজিদ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত কছিল উদ্দীনের পুত্র।

স্থানীয়রা জানান উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে  মৃত আব্দুর রহমানের পুত্র আমিরুলের সাথে করতোয়া নদীর চরের ১বিঘা জমি নিয়ে একই গ্রামের আব্দুল মজিদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। আজ বেলা ১০টার দিকে বিবাদমান জমির  ফসল কাটা দিয়ে বাকবিতন্ডার এক পর্যয়ের উভয়পক্ষের মধ্যে সংর্ঘষ বাধে। এতে আব্দুল মজিদ, পতিপক্ষ আমিরুল সহ ৫জন আহত হয়। এদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মজিদকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে  তাজেল ও আমিরুল কে জনকে বগুড়া শজিমেক হাসপাতালে প্রেরণ করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার বুলবুল ইসলাম বলেন, এলাকা শান্তি শৃংখলা বজায় রাখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে।  প্রায় ১বিঘা জমি নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। আজ জমির ধান কাটা নিয়ে দ্বন্দ্বে  এই সংঘর্ষের সৃষ্টি হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth