১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করুক-নীলফামারীতে শাহরিন ইসলাম তুহিন

1 month ago
130


সিএসএম তপন , নীলফামারী:

দেশকে দ্রুত গণতান্ত্রিক পন্থায় ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে সাবেক সংসদ সদস্য ও নীলফামারী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, বিএনপি ও অন্যান্য দল সংস্কারের জন্য যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো সংক্ষিপ্ত করে দ্রæত নির্বাচন দেয়া হোক। নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার দেশ পরিচালিত করুক।

শনিবার (১৭মে) বিকেলে নীলফামারী শহরের শহিদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি’র আয়োজনে গণসংবধর্ণা শেষে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে। লুটপাট করেছে। নির্বাচন ব্যবস্থা, আইন ও আদালতকে ধ্বংস করেছে এমনকি জীবনেরও অপচয় করেছে।

জেলা বিএনপির সভাপতি আলমগীর  সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম।

বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহরিন ইসলাম তুহিন বলেন,  বিশেষ বিশেষ মহল বিএনপির বিরুদ্ধে বিষেদগার করছে। কেন এত বিষেদগার।

বলেন, বিএনপি নাকি চান্দাবাজি করছে আর অন্যকোন দল যখন চান্দানেয় তখন হয় হাদিয়া। আমরা দেখতে পাচ্ছি বিশেষ একটি দল ব্যাংক দখল করছে। কি হচ্ছে আমি জানিনা।

নিজেই বৈষম্যের শিকার মন্তব্য করে তুহিন বলেন, এই সরকার নাকি বৈষম্য দুর করছে অথচ আমি নিজেই ১৮বছর ২মাস পর দেশে এসে বৈষম্যের শিকার হলাম অথচ একটি বিশেষ দলের নেতারা সরকারের বিশেষ অর্ডারের মাধ্যমে জেলেও না গিয়েও রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করছে। এই সরকার বৈষম্য দুর করতে পারেনি।

এরআগে বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠন, ক্লাবের পক্ষ্য থেকে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

এদিকে বিকেলে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধণা প্রদান করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ১৮বছর ২মাস পর দেশের মাটিতে এসেছেন বিএনপি নেতা নীলফামারী জেলা বিএনপির  সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আক্রোশের শিকার হয়ে দেশ ছেড়েছিলেন তিনি। দেয়া হয়েছিলো দুটি মিথ্যে ভিত্তিহীন মামলা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth